এনটিভির চেয়ারম্যানের মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফোরাম আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ওই কর্মসূচি পালন করে। কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা শহীদ মিনারের পাদদেশে ছুটে আসেন। সেখানে হাতে হাত রেখে মানববন্ধন করে মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তি ও রিমান্ড বাতিলের দাবি জানান।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বলা হয়, সরকার যখন গণতন্ত্রের কথা বলছে, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণমাধ্যমের সহায়তা চাইছে, তখন গণমাধ্যমের মালিকদের কারাগারে পাঠিয়ে দ্বৈতনীতির আচরণ করছে। সরকারের এই নীতি পরিহার করে গণতন্ত্রের স্বার্থে অবিলম্বে এনটিভির চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অধ্যাপক সৈয়দ কামরুল আহসান, সদস্য সচিব অধ্যাপক শরিফ উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাফরুহি সাত্তার টিটু, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক শামছুল আলম সেলিম, বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুল, কর্মচারী ইউনিয়নের সভাপতি আয়নাল আহমেদ, এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট জাহিদুর রহমান প্রমুখ।