সেন্ট মার্টিনে ৬ লাখ ইয়াবা উদ্ধার

পুরোনো ছবি
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন থেকে ছয় লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে কোস্টগার্ড সদস্যরা বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় সেন্ট মার্টিন এলাকা থেকে একটি নৌকা জব্দ করেন। সেখান থেকেই এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড টেকনাফের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাফিউর রহমান জানান, সমুদ্রপথে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসার গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ডের সদস্যরা অভিযানে নামেন। পরে সেন্ট মার্টিন এলাকায় একটি নৌকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
কোস্টগার্ডের দাবি, আটক ইয়াবার মূল্য প্রায় ৩০ কোটি টাকা।