অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী ৯ নৌকা ফেরত

কক্সবাজারের টেকনাফের নাফ নদ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবাহী নয়টি নৌকা ফেরত পাঠায় বিজিবি। পুরোনো ছবি
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদের চারটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা মুসলমানদের বহনকারী নয়টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ে ওই নৌকাগুলো ফেরত পাঠানো হয়।
টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, নাফ নদ থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে সীমান্তের শূন্যরেখা থেকেই নৌকাগুলো মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এসব নৌকার প্রতিটিতে ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা থাকতে পারে।
কক্সবাজার বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গতকাল রাতে উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় পাঁচ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।