পাঁচবিবিতে আলোকিত হলো শতাধিক পরিবার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/10/photo-1481392237.jpg)
জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলায় গদাইপুর গ্রামে শনিবার শতাধিক পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। ছবি : এনটিভি
২৭ লক্ষাধিক টাকা ব্যয়ে জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলায় গদাইপুর গ্রামের শতাধিক পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুর ২টায় এ উপলক্ষে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসের ব্যবস্থাপনায় এ বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুল আলম দুদু।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট পল্লী বিদ্যৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) আবদুল কুদ্দুছ, পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক মণ্ডল প্রমুখ।