জয়পুরহাট সুগার মিলে আখ মাড়াই শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/12/photo-1481547957.jpg)
জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের কারখানা চত্বরে আজ সোমবার ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। ছবি : এনটিভি
গত মৌসুমের প্রায় অর্ধশত কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আজ সোমবার থেকে দেশের বৃহত্তম চিনিকল জয়পুরহাট সুগার মিলস লিমিটেডে চলতি ২০১৬-১৭ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে।
এ উপলক্ষে মিল চত্বরে দুপুর ২টায় দোয়া ও আলোচনা সভা শেষে ডোঙ্গায় (ক্যান ক্যারিয়ারে) আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ পারসোনেল আবুল রফিক।
চলতি মৌসুমে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আখ থেকে চিনি আহরণের হার (রিকোভারি) ধরা হয়েছে সাত দশমিক ৫০। মাড়াইয়ের জন্য বর্তমানে চিনিকল নিয়ন্ত্রণাধীন এলাকায় সাত হাজার ১০০ একর জমিতে আখ দণ্ডায়মান রয়েছে।