অনুপ্রবেশের সময় ফেরত পাঠানো হলো ৬ নৌকা রোহিঙ্গা

বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকবোঝাই ছয়টি নৌকা ফেরত পাঠানো হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত টেকনাফের নাফ নদের দুটি পয়েন্ট দিয়ে এসব নৌকা ফেরত পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমারের আরাকান রাজ্য থেকে রোহিঙ্গা নাগরিকরা নাফ নদ পার হয়ে নৌকায় করে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় টহলরত বিজিবির সদস্যরা সীমান্তের শূন্যরেখা থেকেই নৌকাগুলো ফেরত পাঠিয়ে দেয়। তবে এসব নৌকায় কতজন করে রোহিঙ্গা নাগরিক ছিল, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
অন্যদিকে, উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় ছয় রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে।
কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ফেরত পাঠানোর আগে এসব রোহিঙ্গাকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।