জয়পুরহাটে দরিদ্র শিশুদের জন্য সহায়তা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/18/photo-1482076276.jpg)
জয়পুরহাটে দরিদ্র শিশুদের কম্বলসহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়। ছবি : এনটিভি
জয়পুরহাটে পাঁচ হাজার হতদরিদ্র শিশু ও দৃষ্টি প্রতিবন্ধীকে কম্বলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন এসব সহায়তা প্রদান করে।
সকালে ওয়ার্ল্ডভিশন কার্যালয় চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সামছুল আলম দুদু। বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ জয়পুরহাট এডিপি ম্যানেজার শিতল পেরারা।
পাঁচহাজার হতদরিদ্র শিশু ও দৃষ্টি প্রতিবন্ধীকে এক হাজার ১০০ কম্বল, চার হাজার বালতি,তা ৮৬টি পরিবারের মাঝে তিনটি রিক্সা, ২৫টি রিক্সাভ্যান ও ৪৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়।