ভারত থেকে ফেরার পথে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
মানবপাচারকারীদের খপ্পরে পড়ে ভালো কাজের প্রলোভনে ভারতে গিয়ে সর্বস্ব হারিয়ে দেশে ফিরে আসার সময় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সাতক্ষীরা সীমান্তে ১৬ বাংলাদেশিকে আটক করেছে।
আজ মঙ্গলবার বিকেলে বিজিবির গাজীপুর বিওপির সদস্যরা তাঁদের আটক করেন। এদের মধ্যে আট পুরুষ, ছয় মহিলা ও দুটি শিশু রয়েছে। তাঁদেরকে সীমান্তের মাহমুদপুর এলাকা থেকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে বিজিবির গাজীপুর বিওপির কমান্ডার সুবেদার জালাল উদ্দিন জানান, মানবপাচারকারীরা ভারতে যোগ্যতা অনুযায়ী ভালো কাজ দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে আট থেকে দশ হাজার টাকা করে হাতিয়ে নেয়। পরে তাঁদের চোরাপথে ভারতে পাচার করা হয়।
এরপর পাচারকারীরা লাপাত্তা হয়ে যায়। ফলে তাঁরা অসহায় অবস্থায় বিভিন্ন স্থানে কয়েক মাস কাটিয়ে নিজ দেশে ফিরে আসার সময় সীমান্তের আটক হন।
এঁরা হলেন বিউটি বেগম, রিনা খাতুন, ময়না বেগম, হালিমা খাতুন, সাজেদা খাতুন, বিনা বেগম, শাহিন শেখ, মামুন সরদার, শরিফ হোসেন, টেটু হোসেন, জামাল হোসেন, মনিরুল ইসলাম, রিয়াজুল ইসলাম, হাসান আলী ও দুটি শিশু আমিন ও সালমা।
বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার জানান, গ্রেপ্তারকৃতদের বাড়ি নড়াইল, যশোর ও খুলনা জেলার বিভিন্ন গ্রামে।