মিয়ানমারে গুলিবিদ্ধ রোহিঙ্গার টেকনাফে মৃত্যু

মিয়ানমারের মংডুতে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর মারা গেছেন এক রোহিঙ্গা নাগরিক। আজ সোমবার ভোরে দুপুরের দিকে টেকনাফে তাঁর মৃত্যু হয়। এর আগে রোববার সন্ধ্যায় তিনি দেশের সেনাবাহিনীর হাতে গুলিবিদ্ধ হন।
নিহত ব্যক্তির নাম শাহ আলম (৪৫)। তাঁর বাড়ি মিয়ানমারের মংডু মাঙ্গালা এলাকায়। টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ দেখেছে। তাঁকে কোথায় দাফন করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।
টেকনাফের লেদা এলাকায় অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের মাঝি মোহাম্মদ ইলিয়াছ জানান, মিয়ানমারে জাতিগত নিধনের ধারাবাহিকতায় সেনাবাহিনী রোববার মংডুর মাঙ্গালা এলাকায় হানা দেয়। সন্ধ্যায় ব্যাপক নির্যাতন-নিপীড়নের মধ্যে গুলিবিদ্ধ হন শাহ আলম। গুলিবিদ্ধ শরীর নিয়ে পালিয়ে কোনোমতে আজ ভোরে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তিনি পেটে গুলিবিদ্ধ হন। দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তিনি মারা গেছেন।
এদিকে, কক্সবাজারে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ২৮ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে পুরুষ ছয়, নারী সাত এবং ১৫ শিশু রয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সময়ে তাদের ফেরত পাঠানো হয়। এ ছাড়া নাফ নদ থেকে রোহিঙ্গা বহনকারী একটি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।