সাতক্ষীরায় কালবৈশাখীতে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
কালবৈখাশীর আঘাতে সাতক্ষীরার আশাশুনিতে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশাশুনির খাজরা, শ্রীউলা ও প্রতাপনগরসহ বেশ কয়েকটি ইউনিয়নে ঘরবাড়ি, মৎস্য ঘেরের টংঘর ঝড়ে ভেঙে গেছে। গাছ পড়ে ১২ ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার মানুষ।
গতকাল মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যা থেকে শুরু হয় কালবৈশাখী ঝড়। থেমে থেমে দমকা হাওয়া বয়ে গেছে প্রায় ছয় ঘণ্টা।
আশাশুনির খাজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মফিজুর রহমান বলেন, “গতকাল সন্ধ্যা থেকে বিরতি দিয়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা ঝড় হয়েছে। এতে খাজরাসহ বেশ কয়েকটি ইউনিয়নে শতাধিক অস্থায়ী বাড়ির টিনের চাল উড়ে যাওয়া গেছে। বেশকিছু ঘরবাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মৎস্য ঘেরের টংঘরগুলো ধ্বংস হয়েছে। ঝড়ের সময় থেকেই গাছপালা পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে চরম সংকটে পড়েছেন স্থানীয় মানুষ।”
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ানুর রহমান বলেন, “ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য প্রশাসন তাদের পাশে দাঁড়াবে। এছাড়া বিদ্যুৎ সংকটের বিষয়টা সমাধানের চেষ্টা চলছে।”