রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষ, তিনজন নিহত
রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে হয়েছে সংঘর্ষ। এতে নিহত হয়েছেন তিনজন। একই ঘটনায় ছয়জন হয়েছেন আহত। গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের ইয়াজপুরে ঘটেছে এই ঘটনা। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—পাকড়ি ইউনিয়নের বড়গাছী কানুপাড়া এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে নাইমুল (৮০) ও মেহের আলী (৭০) এবং রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জিল্লার রহমানের ছেলে সোহেল রানা (৪৫)।
এসপি সনাতন চক্রবর্তী জানান, ইয়াজপুর বিলে সোহেল রানা ছোটনের ১৪ বিঘা জমি রয়েছে। মেহের আলী ও নাইমুল দুই ভাই জমিগুলো বর্গা চাষ করেন। ওই জমি বেশ কিছুদিন থেকে নিজের দাবি করে আসছে পাকড়ি গ্রামের আশিক আলী চাঁন। সোমবার সকাল ৯টার দিকে চাঁন তার দলবল নিয়ে ওই জমি দখল করে চাষ করতে যায়। এ সময় তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়। এদের মধ্যে নয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তারা তিনজনই সোহেল রানা ছোটনের পক্ষের।
আহত ছয়জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩১ নং ওয়ার্ডে ইউনুস ২২), সোলেমান (৫০) ও রজব (৩১) এবং ৮নং ওয়ার্ডে আমু (২২), রায়হান (৩৫) ও মনিরুল (৪৫)। পুলিশ জানায়, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।