গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ
গণঅধিকার পরিষদের একাংশের জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রাশেদ খান। সোমবার (১০ জুলাই) রাতে ভোট গণনা শেষে নির্বাচন ব্যবস্থাপনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
এর আগে নুরুল হক নুর গণঅধিকার পরিষদের সদস্য সচিব এবং রাশেদ খান ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন।
রাজধানীর পুরানা পল্টনে প্রীতম-জামান টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এদিন দুপুর ১২টা থেকে টানা বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এ সময়, ভোটে সভাপতি পদে তিন জন ও সাধারণ সম্পাদক পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদ প্রার্থী নুরুল হক নুর ছাড়াও ছিলেন বায়েজীদ হোসেন শাহেদ ও নাজম-উস-সাকিব। সাধারণ সম্পাদক প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেনে মো. রাশেদ খান, বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান খান, জিলু খান ও হাসান আল মামুন।
নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ২১৬ জন। এর মধ্যে উচ্চতর পরিষদের ভোটারের সংখ্যা ১২৬। অন্যরা জেলা প্রতিনিধি হিসেবে ভোটার তালিকায় স্থান পেয়েছেন। উচ্চতর পরিষদে আটটি পদের প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮ জন প্রার্থী।
উচ্চতর পদে বিজয়ী প্রার্থীরা হলেন—আবু হানিফ, শাকিলউজ্জামান, হানিফ খান সজিব, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, নূরে এরশাদ সিদ্দিকী ও জসিম উদ্দিন।