নেত্রকোনার নতুন জেলা প্রশাসক শাহেদ পারভেজ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/20/netrakona_new_dc_pic.jpg)
নেত্রকোনায় নতুন জেলা প্রশাসক হিসেবে শাহেদ পারভেজ যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশিক নূর, জেলার ১০ উপজেলার নির্বাহী কর্মকর্তা, নেজারত ডেপুটি কালেকটরেট (এনডিসি) মো. মেহেদী হাসানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজ ২৭তম বিসিএস ক্যাডারে ২০০৮ সালের ১৬ নভেম্বর পঞ্চগড় সদরে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরে তিনি জয়পুরহাটের কালাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। এরপর বগুড়া জেলার দুপচাঁটিয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা, পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। নেত্রকোনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার আগে সর্বশেষ তিনি স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে কর্মরত ছিলেন।
শাহেদ পারভেজ পাবনা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রেডিং থেকে পাবলিক পলিসির ওপর স্নাতকোত্তর করেন।