বন্যা ও নদীভাঙন মোকাবিলায় প্রস্তুত রয়েছে সরকার : পানিসম্পদ উপমন্ত্রী
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘এই বর্ষা মৌসুমে বন্যা ও নদীভাঙন মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রস্তুত রয়েছে সরকার।’
আজ শনিবার (২২ জুলাই) শরীয়তপুর জেলায় পানিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের অগ্রগতি নিয়ে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে পানি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এনামুল হক শামীম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগে যথাসময়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করায় দেশের এক তৃতীয়াংশ নদীভাঙন রোধ করা গেছে। ডেলটা প্ল্যান বাস্তবায়ন হলে বাংলাদেশের কোথাও আর কোনো নদীভাঙন থাকবে না।’
পানিসম্পদ উপমন্ত্রী আরও বলেন, ‘স্থায়ীভাবে নদীভাঙন রোধে পাঁচ হাজার ৩৭১ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া জেলায় ১০টি প্রকল্প চলমান রয়েছে। ইতোমধ্যে যার সুফল পাচ্ছে এসব জেলার মানুষ।’
সভায় শরীয়তপুর জেলার উন্নয়ন ও চলমান বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করে কাজের গুনগত মান ঠিক রেখে যথা সময়ে কাজ সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
পর্যালোচনা সভায় পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ, পুলিশ সুপার মাহবুবুল আলম, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব উপস্থিত ছিলেন।