মুন্সীগঞ্জের অজ্ঞাত পরিচয় কিশোরের মরদেহ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/23/munshiganj-sodor-than.jpg)
মুন্সীগঞ্জ সদর থানা। ফাইল : ছবি
মুন্সীগঞ্জের চর মুক্তারপুর এলাকায় একটি ভাড়াবাড়ি থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের টিম ওই মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত সন্দেহে সাজ্জাদ হোসেন (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে ঘরে ওই মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় তারা। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি দল এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আনসারুজ্জামান জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার প্রাথমিক ক্লু পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর জানায়, সিগারেট আনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে খন্তি দিয়ে আঘাত করে সে।