মানিকগঞ্জে বিএনপি ও যুবদলের দুই নেতা আটক
আগামীকাল রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিঙ্গাইর থানা পুলিশ উপজেলার তালেবপুর বাজার থেকে তাঁদের আটক করে।
আটক দুই নেতা হলেন, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. হাসান আলী এবং উপজেলার তালেবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তারেক মাহমুদ ওরফে তারা।
সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র সরকার মানব বলেন, আটক দুই ব্যক্তি নাশকতার মামলার আসামি। তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে।
তবে উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান ওরফে রোমান বলেন, তাঁদের বিরুদ্ধে ‘গায়েবি’ মামলা দিয়েছিল পুলিশ। এ মামলায় তাঁরা আদালত থেকে জামিনে রয়েছেন। আগামীকাল ঢাকায় দলের মহাসমাবেশে যাতে তাঁরা অংশ না নিতে পারেন সে জন্য আটক করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আজ সকালে তালেবপুর বাজারে ওষুধের দোকানে বসেছিলেন যুবদলনেতা তারেক মাহমুদ। এ সময় পুলিশ দোকানে গিয়ে তাঁকে আটক করে। প্রায় একই সময়ে উপজেলা বিএনপিনেতা হাসান আলী বাজারে গেলে তাঁকেও পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান বলেন, ‘আগামীকাল সমাবেশ হলেও আজ দলীয় নেতা-কর্মীদের কেউ কেউ বিভিন্ন যানবাহনে ঢাকায় যাচ্ছেন। ওই সমাবেশে উপস্থিত যাতে না হতে পারে এ জন্য তাঁদের দুজনকে আটক করা হয়েছে। আটক দুই নেতা জামিনে রয়েছেন বলেও তিনি নিশ্চিত করেছেন।
ঢাকার এই সমাবেশে অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে দলীয় নেতাকর্মীদের আটক করা হচ্ছে বলে আবিদুর রহমান অভিযোগ করেন।
তিনি বলেন, ‘মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ধল্লা এলাকায় তল্লাশি চৌকিতে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মহাসমাবেশে যেতে নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে।’
আটকের বিষয়ে জানতে আজ দুপুরে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলামের সরকারি মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র সরকার ওই নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।’
এ দিকে ধল্লা এলাকায় যানবাহনে তল্লাশির বিষয়ে ধল্লা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, ‘এখানে প্রতিনিয়তই যানবাহনে তল্লাশি চালানো হয়। সমাবেশ উপলক্ষে তল্লাশির বিষয়টি আমার জানা নেই।’