মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে সিটিটিসির অভিযান, আটজন আটক
জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ব টাট্রিউলী গ্রামের একটি বাড়িতে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযান চলছে। এ পর্যন্ত নারীসহ আটজনকে আটক করা হয়েছে।
বাড়িটি শুক্রবার (১১ আগস্ট) দিনগত রাত ৮টা থেকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। আজ শনিবার সকাল থেকে অভিযান শুরু হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিছুদিন আগে প্রায় এক একর জমি দুবাই প্রবাসী রফিক মিয়ার কাছ থেকে ক্রয় করে কয়েকজন। এরপর ওই পাহাড়ি টিলার জমিতে কয়েকটি ঘর নির্মাণ করে তারা। ওই টিলায় প্রায় ২০ থেকে ২৫ জন বসবাস করতো। অভিযানের খবর পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। সিটিটিসির সহকারী কমিশনার আশরাফুজ্জামানের নেতৃত্বে একটি ইউনিট আজ শনিবার সকাল থেকে অভিযান শুরু করেছে।
এ বিষয়ে কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বলেন, ‘তারা জমি কিনে পাহাড়ি টিলায় ঘর তৈরি করে বসবাস করছে। বিভিন্ন সময়ে স্থানীয়দের তারা জানিয়েছে, নদীভাঙ্গনে বাড়ি বিলীন হওয়ায় এই এলাকায় জমি কিনে চলে এসেছেন। তাদেরকে প্রায় সময় সীমান্ত এলাকায় গহীন পাহাড়ে যাতায়াত করতে দেখা যেত।’