নারায়ণগঞ্জে পুলিশ-যুবলীগ-বিএনপি ত্রিমুখী সংঘর্ষে আহত অর্ধশত
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (১৯ আগস্ট) বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ-যুবলীগ-বিএনপির ত্রিমুখী সংঘর্ষে বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে।
নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে আজ বিকেলে মহাসড়কে পদযাত্রা নিয়ে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়।
এক পর্যায়ে পুলিশ ও যুবলীগ কর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়লে বিএনপির নেতাকর্মীরা পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। দফায় দফায় এ সংঘর্ষে পুরো কাঁচপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সাঁজোয়া যান ও জলকামান ব্যবহার করে।
এ বিষয়ে নজরুল ইসলাম আজাদ ও কাজী মনিরুজ্জামান মনির অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে জেলা বিএনপি কাঁচপুর থেকে শিমড়াইল পর্যন্ত পদযাত্রা বের করার চেষ্টা করে। এ সময় যুবলীগের হামলা ও পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপে অর্ধশত নেতাকর্মী আহত হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের মতো একটি গুরুত্বপূর্ণ ব্যস্ত জায়গায় বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলা করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।