ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন
ময়মনসিংহে ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক লীগ। আজ সোমবার (২১ আগস্ট) সকালে ময়মনসিংহ মহানগর নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
অপরদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে টাউনহলে গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে আজ বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু।
প্রধান অতিথি সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলায় নির্মমভাবে দলীয় নেতাকর্মী হত্যায় জড়িত এবং বিদেশে অবস্থানকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো কর্মী ঘরে ফিরবে না।
মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মণ্ডল, সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক হুমাইয়ুন কবীর হিমেল, মহানগর সভাপতি আব্দুল আউয়াল মিন্টু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন।
এর আগে জেলার বিভিন্ন উপজেলা ও ময়মনসিংহ সিটির ৩৩টি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা মানববন্ধস্থলে উপস্থিত হন।