সাঈদীর মৃত্যুতে শোক : এবার কিশোরগঞ্জে ছাত্রলীগের সাত নেতাকে অব্যাহতি
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতনেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে স্ট্যাটাস দেওয়ায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাত নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের অব্যাহতি করা হয়েছে। এমনকি, তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ে সুপারিশ করা হয়েছে।
আজ শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ।
অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন—কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া রাজু, রাকিব চৌধুরী ও ওয়াসিম খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান, পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, একই উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নাছির এবং বুরুদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. রাকিব আল হাসান ডেবিড রাকিব।
জেলা ছাত্রলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কাজ করায় তাদের অব্যাহতি করা হলো।