রাজধানীর আগারগাঁওয়ে বাসে আগুন
রাজধানীর আগারগাঁওয়ে একটি যাত্রীবাহী স্টাফ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে আগারগাঁও মোড়ে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাসচালকের বরাত দিয়ে মাহমুদুল হাসান জানান, মেরিনা কোম্পানির একটি বাস সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে আগারগাঁও সিগন্যালে দাঁড়িয়ে ছিল। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন ধরে যায়। তবে, সে সময় বাসের ভেতর চালক আর চালকের সহকারী ছাড়া আর কেউ ছিলেন না। সেজন্য, হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু, বাসের ক্ষতি হয়েছে।
বাসটি এখন পুলিশের হেফাজতে আছে জানিয়ে মাহমুদুল হাসান বলেন, চালকের কোনো অভিযোগ নেই। হয়তো মামলাও হবে না। বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে।