জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদশা কারাগারে

দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাদশাকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : এনটিভি
দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান বাদশাকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ রোববার নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জুলফিকার উল্লাহ তাঁকে জেলহাজতে পাঠান।
আদালত পরিদর্শক মো. রাজ্জাকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
আনিসুর রহমান বাদশা সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউপির পরপর চারবার নির্বাচিত চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
দিনাজপুরে বিভাগীয় পদযাত্রাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় গত ১৯ জুলাই কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন এ মামলা করেন।
আদালত সূত্রে জানা যায়, আনিসুর রহমান বাদশা ওই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।