রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ফ্লাইওভারের যাত্রাবাড়ী প্রান্তে এ ঘটনা ঘটে।
এদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য জানান।
জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম রনি। সে শাহজাহানপুর রেলওয়ে স্কুলের দশম শ্রেণির ছিল। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। বাবার নাম জজ মিয়া।
রনির খালাতো ভাই ইয়াসিন হোসেন বলেন, ‘কয়েকজন বন্ধু মাওয়া থেকে আলাদা মোটরসাইকেল দিয়ে ঢাকায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ীতে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খায় রনির মোটরসাইকেল। এতে রনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’