ধামরাইয়ে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/22/dhamrai-thana.jpg)
ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উপজেরার নান্নার ইউনিয়নের গাজীখালী নদীতে মিজান নামের ওই ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে, পুলিশে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে ।
ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন করা হয়েছে মিজানকে। এ ঘটনায় নিহত ভ্যান চালকের দুই ভাই ও এক ভাতিজাকে আটক করেছে র্যাব।
স্থানীয় সূত্রে জানা যায়, নান্না ইউনিয়নের মৃত রহিজ উদ্দিনের পাঁচ ছেলের মধ্যে সবার ছোট মিজান। বাড়ির সাত শতাংশ জমি নিয়ে অন্যদের সঙ্গে তার বিরোধ ছিল। আলাদা বাড়িতে থাকা মিজান বিয়েও করেননি। নিখোঁজ হলেও বিষয়টি তিন দিনেও পুলিশকে জানাননি তার স্বজনরা। এমনকি মরদেহ উদ্ধারের সময়ও তাদের কেউ আসেননি।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) রাসেল ফকির জানান, গাজীখালী নদীতে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বড় দুই ভাই মোজাহার আলী, আজাহার আলী ও আজাহারের ছেলে রফিকুল ইসলামকে আটক করেছে র্যাব-৪।