দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীর আলম কারাগারে
বিচারককে কটূক্তি করায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাজাপ্রাপ্ত দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার (১৮ অক্টোবর) বেলা ১টায় জেলা বিএনপির কার্যালয়ে থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হেঁটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার উল্লাহ তাঁর জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠান।
নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয় থেকে কোর্টে যাওয়ার পর বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‘কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক আদেশে আমাকে এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডাদেশ দেন। জরিমানার টাকা আগেই জমা দিয়েছি। আজ সেই আদেশের প্রতি শ্রদ্ধা রেখে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করছি।’
‘এই সরকার আদালতের মাধ্যমে একের পর এক ফরমায়েশি রায় দিয়ে বিরোধী দলের নেকাকর্মীদের জেলে পুরছে’ দাবি করে মেয়র বলেন, ‘জেল-জুলুম ফাঁসি, মামলা-হামলা করে এই সরকার তাদের পতন ঠেকাতে পারবে না।’
গত ১২ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে মন্তব্য করায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মেয়রকে এক মাসের কারাদণ্ড এবং একই সঙ্গে এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। সেই আদেশে এক সপ্তাহের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। অন্যথায় তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন আপিল বিভাগ।
মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এর আগে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তিনি তিনবার মেয়র পদ থেকে বরখাস্ত হন। তিনি আরও পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।
আদালত পুলিশের পরিদর্শক লিয়াকত আলী জানান, আসামি দিনাজপুর পৌসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে দুপুরেই কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।