ভৈরবের দুর্ঘটনাস্থল পরিদর্শনে রেলপথ মন্ত্রণালয়ের তদন্তদল
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাসান মাহমুদের নেতৃত্বে গঠিত সাত সদস্যের তদন্ত দল। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে তারা দুর্ঘটনাস্থল, রেলওয়ে স্টেশনের সিগন্যালরুম ও কন্ট্রোলরুম পরিদর্শন করেন।
এ সময় হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, তারা দুর্ঘটনাস্থলসহ তদন্ত সংশ্লিষ্ট অন্যান্য স্থান পরিদর্শন ও আশপাশের মানুষের সঙ্গে কথা বলেছেন। তদন্তকাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। তদন্ত শেষে এই দুর্ঘটনায় যার বা যাদের ত্রুটি পাওয়া যাবে, তাদের সবাইকে শাস্তির আওতায় আনার সুপারিশ করা হবে।
গত সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভৈরব থেকে ছেঁড়ে যাওয়া ঢাকাগামী আন্তঃনগর এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের আউটার সিগন্যাল পার হওয়ার আগেই ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন স্টেশনে এসে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি বগি চূর্ণবিচূর্ণ হয়ে লাইন থেকে ছিটকে পড়ে। এই ঘটনায় ১৮ জন নিহতসহ গুরুতর আহত হয় কমপক্ষে শতাধিক যাত্রী।
মালবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে তাৎক্ষণিক জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। পরে ওই ট্রেনটির চালক, সহকারি চালক ও পরিচালককে (গার্ড) সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে গঠন করা হয় তিনটি তদন্ত দল।