পিটার হাসের সঙ্গে নৈশভোজ প্রসঙ্গে যা বললেন ভূমিমন্ত্রী
রাজধানীর গুলশান-২-এর ১১৫ নম্বর সড়কের বাড়ি। সেখানে গতকাল বুধবার (২৫ অক্টোবর) আয়োজন হয়েছিল নৈশভোজের। সেই নৈশভোজ নিয়ে আজ দিনজুড়ে চলছে আলোচনা, হচ্ছে পর্যালোচনা। এই আলোচনা-পর্যালোচনার বিষয়বস্তু ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। তিনি ছিলেন ওই নৈশভোজের মধ্যমনি। নিমন্ত্রণে সাড়া দিয়েছিলেন মন্ত্রী, ক্ষমতাসীন আওয়ামী লীগনেতা ও বিএনপিনেতা, সংসদ সদস্য, কূটনীতিক এবং প্রভাবশালী ব্যবসায়ীরা।
বিমা কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আলতাফ হোসেন আয়োজিত ওই নৈশভোজে অংশ নেওয়ার বিষয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিনের বন্ধুত্ব আর ব্যবসায়ী হিসেবে গতকাল বুধবারের একটি ডিনারে (নৈশভোজ) গিয়েছিলাম। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমি ওই ডিনারে যাইনি। সেখানে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এবং বিএনপির নেতাদের সঙ্গে আমার দেখা হয়েছে ও কথাও হয়েছে। তবে, তাদের সঙ্গে আমি রাজনৈতিক বিষয়ে আলোচনায় আগ্রহী ছিলাম না।’
এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, ‘এটি ছিলে জাস্ট একটি গেট টুগেদার। দ্যাটস অল। এর বাইরে আর কিছু নয়।’
পিটার হাসের সঙ্গে কোনো কথা হয়েছে কি না—প্রশ্নে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘কোনো ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি। আমি দীর্ঘদিন আমেরিকায় ছিলাম। ওখানে আমি পড়ালেখা করেছি। ফলে সেখানে টুকটাক কথা হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘এটা সত্যি, সেখানে বিএনপির অনেক নেতা ছিলেন। আবার অনেক ব্যবসায়ীও ছিলেন। এ ছাড়া আরও অনেকেই ছিলেন। আমি বলেছি—উই সুড এনজয় ডিনার।’
প্রসঙ্গত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক দফার দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বিএনপির এ কর্মসূচির পাল্টা কর্মসূচিও ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
বিএনপি ও আওয়ামী লীগের এ পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলে আসছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচ অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার কথাও বলে আসছে দেশটি। এ পরিস্থিতিতে পিটার ডি হাসের সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের নৈশভোজে মিলিত হওয়ার ঘটনাটি দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করেছে।