ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/27/manikganj_news_pic.jpg)
ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে মানিকগঞ্জে জাকের পার্টির বিক্ষোভ। ছবি : এনটিভি
ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাকের পার্টির নেতাকর্মীরা। আজ শুক্রবার (২৭ অক্টোবর) জুমার নামাজের পর তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের পাশে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।
সমাবেশের পর তারা একটি বিক্ষাভ মিছিল বের করে। মিছিলটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে শেষ হয়।
সমাবেশ ও বিক্ষাভ মিছিলে নেতৃত্ব দেন জেলা জাকের পার্টির সভাপতি দ্বীন মোহাম্মদ খান মাস্টার, সাধারণ সম্পাদক আজিজুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আতোয়ার হোসেন প্রমুখ ।