গাজীপুরের কোনাবাড়ীতে বাসে আগুন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানা। ফাইল ছবি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি কলেজ গেট এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে চার-পাঁচজন যুবক কোনাবাড়ি কলেজগেটে আজমেরি পরিবহণের একটি বাসে ভাঙচুর শুরু করে। পরে তারা পেট্রল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন।
ওসি বলেন, একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।