পেট্রাপোল বন্দরে ৬০টি স্বর্ণের বার জব্দ
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে জব্দ করা হয়েছে ৬০টি স্বর্ণের বার। স্বর্ণের বারগুলো যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে ভারতে পাচার করা হচ্ছিল। গত বুধবার (১ নভেম্বর) সকালে স্বর্ণের বার পাচারকালে এক ট্রাকচালককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বিএসএফের হাতে আটক ট্রাকচালকের নাম সুরজ মগ (২৩)। জব্দ করা স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় চার কোটি ৩২ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় পাঁচ কোটি টাকার বেশি)।
বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বুধবার সকালে স্বর্ণের বার পাচারকালে এক ট্রাকচালককে আটক করা হয়। তাঁর কাছ থেকে জব্দ করা হয় ৬০টি স্বর্ণের বার।
সুরজ মগ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার জয়পুর গ্রামের বাসিন্দা। স্বর্ণের বারগুলো বাংলাদেশের বেনাপোল থেকে ভারতে পাচার করা হচ্ছিল।
বিএসএফ আরও জানায়, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে আইসিপি পেট্রাপোল স্থলবন্দরে চেকপোস্টে ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা একটি খালি ট্রাক বাংলাদেশ থেকে ভারতের দিকে আসতে দেখেন। ট্রাকটি থামিয়ে তাঁরা তল্লাশি চালান। এ সময় ট্রাকের পেছনের সিটের কেবিনের ভেতর থেকে সাদা স্বচ্ছ টেপে মোড়ানো ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে ট্রাকচালককে আটক এবং স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সুরুজ মগ জানান, প্রায় এক বছর ধরে তিনি এই ট্রাক চালাচ্ছেন। প্রায়ই পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে কলকাতা থেকে মালামাল বাংলাদেশে নিয়ে যান। গত সোমবার রপ্তানি পণ্য বোঝাই করে ট্রাক নিয়ে বেনাপোল স্থলবন্দরে গিয়েছিলেন। ট্রাকটি খালি করতে দেরি হওয়ায় গত মঙ্গলবার সেখানেই পার্কিং করে রাখেন। পণ্যবাহী ট্রাকটি খালি করার পর মোহাম্মদ মামুন নামে এক বাংলাদেশি নাগরিক তাঁকে স্বর্ণের বারগুলো দিয়ে পেট্রাপোলের আজগর শেখ নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করতে বলেন। বিনিময়ে তাঁকে ১০ হাজার টাকা দেওয়া হয়।
অভিযুক্ত সুরজ মগ ও জব্দ স্বর্ণের বারগুলো কলকাতা শুল্ক দপ্তরে হস্তান্তর করেছে বিএসএফ।