ধর্ষণের অভিযোগে মেডিকেল কলেজছাত্র কারাগারে
ধর্ষণের অভিযোগে এক শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার (৪ নভেম্বর) ঢাকার সিএমএম আদালত এই আদেশ দেন। মামলার এজাহার বলছে, অভিযুক্ত মো. আল আরাফাত ওরফে আলিফ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত শিক্ষার্থী মো. আলিফ খান নামে মিথ্যা পরিচয় দিয়ে ভুক্তভোগীর সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক হয়। পরে ধর্ষণের অভিযোগে মামলা হলে গ্রেপ্তারের পর ফ্রিঙ্গার প্রিন্টে তার আসল নাম বেরিয়ে আসে। সেখানে দেখা যায়, আলিফ খানের আসল নাম মো. আল আরাফাত।
এজাহার থেকে জানা গেছে, ভুক্তভোগীর মা গত ১৬ অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হলে আসামিকে জানান। এ সময় কোনো একপর্যায়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। পরে ২৫ অক্টোবর আবারও শারীরিক সম্পর্ক করেন। এই দুই ঘটনাই জোরপূর্বক ও বিয়ের প্রলোভন দেখিয়ে কার হয় বলে উল্লেখ করা হয়। পরে ভুক্তভোগী ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।