প্রাইভেটকারের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় আমিরুল বিশ্বাস (৩৫) নামে এক অটোভ্যানের যাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার (৬ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরও তিনজন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ভ্যান যাত্রী আমিরুল বিশ্বাস ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আন্ধারকোটা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, গতকাল রাত ৮টার দিকে ভ্যান যাত্রী আমিরুল বিশ্বাসসহ কয়েক যাত্রী অটোভ্যানে চরে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতীর ওই স্থান পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দিলে প্রাইভেটকারটির সামনের অংশ ও ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ভ্যানযাত্রী আমিরুল ইসলামসহ চারজন আহত হন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় আমিরুল বিশ্বাস মারা যান।
এসআই আব্দুর রহমান আরও জানান, প্রাইভেটকারের চালক খায়রুল ইসলামকে (৪৫) আটক করেছে পুলিশ। নিহত আমিরুল বিশ্বাসের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।