ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১
ময়মনসিংহে শম্ভুগঞ্জ টোলপ্লাজায় পাশ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ছুরিকাঘাতে রাকিব নামে এক যুবক নিহত হয়েছে। শরিবার (১১ নভেম্বর) দিনগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় মাজাহারুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রাকিবের বাড়ি শম্ভুগঞ্জে। তিনি নাসিরাবাদ কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শরিবার (১১ নভেম্বর) দিনগত রাত ৯টার দিকে শম্ভুগঞ্জ টোলপ্লাজায় একটি মাইক্রোবাসকে একটি ট্রাক সাইড দেয়নি। এতে মাইক্রোবাসের যাত্রীরা ট্রাকচালককে মারধর করেন। পরে এলাকাবাসী ও চালকরা একজোট হয়ে মাইক্রোবাসের যাত্রীদের ওপর চড়াও হন। এ সময় মাইক্রোবাসের যাত্রীরা দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয়দের ওপর হামলা করেন। এ সময় দুপক্ষের মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন রাকিব। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা হাসি বেগম বাদী হয়ে ১৫ জনকে আসামি করে ময়মনসিংহের কোতয়ালি থানায় মামলা করেছেন।
নিহত রাকিবের মা হাসি বলেন, তার ছেলে মোবাইল কিনতে শহরে যাবে বলে বাসা থেকে বের হয়েছিল।
ময়মনসিংহের কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, ‘আহতরা শঙ্কামুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’