অবরোধ-হরতালে নারায়ণগঞ্জে বিক্ষোভ, জামায়াতের ১৬ নেতাকর্মী আটক
নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ মহানগরে বিক্ষোভ মিছিল এবং সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে যুবদলের নেতাকর্মীরা। এ ছাড়া জেলার সিদ্ধিরগঞ্জে অবরোধের সমর্থনে মিছিল বের করলে নাশকতার অভিযোগে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
অপরদিকে, হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের বাধা দেয় এবং সংঘর্ষে কয়েকজন আহত আহত হন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জ নগরীর খানপুর বউবাজার থেকে হাজীগঞ্জ মাজারের মোড়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন মহানগর যুবদলের নেতাকর্মীরা। একই সময় নগরীর আলী আহমদ চুনকানগর পাঠাগার সামনে থেকে বাম গণতান্ত্রিক জোটের মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ সময় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বাম দলের নেতাকর্মীরা।
এদিকে, আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবরোধের সমর্থনে মিছিল থেকে নাশকতার অভিযোগে জামায়াতের ১৬ কর্মীকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’