আবার ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী মুনাফাখোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন : শামীম ওসমান
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আবার ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী মুনাফাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন। আজ রোববার (১৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাগিনা জোহা সড়কের পাশে বায়তুল মামুর জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘নির্বাচন বারবার করবে না, ৯০% স্বপ্ন পূরণের কাজ হয়ে গেছে। এবারের নির্বাচনের পর তাঁর থেকে মেধা সম্পন্ন স্মার্ট বাংলাদেশ করার জন্য নতুন প্রজন্ম সুযোগ পাবে, যারা দেশের জন্য কাজ করবে মন থেকে। যারা রাজনীতিকে ব্যবসায় হিসেবে নিবে না, ধান্দা হিসেবে নিবে না। রাজনীতিতে তাদেরই আসা উচিত।’
তারেক রহমান বাইরে বসে দেশকে ধ্বংস করার চেষ্টা করছেন উল্লেখ করে শামীম ওসমান বিএনপিক ধ্বংসাত্মক কাজ পরিহার করে সুষ্ঠু রাজনীতি এবং আসন্ন নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
শামীম ওসমান বলেন, ফেয়ার ইলেকশন হবে। শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন এবং ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই প্রধানমন্ত্রী হবেন।
শামীম ওসমান আরও বলেন, এক শ্রেণির দুর্নীতিবাজ এখন থেকে নির্বাচনের আগের সুযোগটা নিয়েছে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে মুনাফা করছে। প্রধানমন্ত্রী আগামী বার ক্ষমতায় এলে যারা জনগণের দুর্ভোগের সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দিয়ে মুনাফাখোর হয়েছে—এই দুর্নীতিবাজ মুনাফাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিনির ট্যাক্স বন্ধ করে দেওয়া হয়েছে। গভীর সমুদ্র বন্দরে জাহাজগুলো রাখা হয়েছে—এপারে আসতে দেওয়া হচ্ছে না টেক্স ফ্রি পাবে না দেখে। একই অবস্থা পেঁয়াজের বাজারেও। যারা মানুষের পেটে লাথি মারতে চায়, এই দুঃসময়ের মধ্যে তাদের আগামীবার ছাড় দেওয়া হবে না।’
শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা এবং সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়কে নিয়ে যারা এত দিন মিথ্যাচার করেছে, তা ভুল প্রমাণিত হয়েছে।
শামীম ওসমান আরও বলেন, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে। সে কারণে দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেকবার সুযোগ দিবে। একটি জিনিস পৃথিবীকে মনে রাখতে হবে, বাংলাদেশ পরাধীন না। বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। বাংলাদেশ পাকিস্তান না আর শেখ হাসিনা ইমরান খান না—এটা সবাইকে মাথায় রাখতে হবে।
মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু প্রমুখ।