যুবলীগনেতার বাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ১
যুবলীগনেতার বাসায় বোমা বানানোর সময় বিস্ফোরিত হয়ে মনির নামে একজন নিহত এবং ফিরোজ নামে অপরজন আহত হয়েছেন। ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগরে গতকাল সোমবার (২০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
আহত ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
গতাকাল রাতে উপজেলার ধলীগৌরনগরের জনতা বাজার সংলগ্ন আজাহার মাঝি বাড়ির যুবলীগনেতা জাহাঙ্গীরের ঘরে বোমা বানানো হচ্ছিল।
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়কে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার নোমান এবং বর্তমান সংসদ সদস্য শাওনের মধ্যে প্রকাশ্যে গ্রুপিং চলছে। এ ঘটনায় এর আগে একাধিক বার দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। ইতোমধ্যে সংঘর্ষে অর্ধশত আহত এবং ১০টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসব বিষয় নিয়ে এলাকাবাসী রয়েছে তীব্র আতঙ্কে।
এদিকে স্থানীয়দের অভিয়োগ বর্তমান সংসদ সদস্য শাওন গ্রুপের যুবলীগনেতা মো. জাহাঙ্গীর তার নিজ বাসায় মনির বয়াতী ও ফিরোজকে নিয়ে বোমা বানানোর কাজ করছিলেন। রাত আনুমানিক পৌনে ১১টার দিকে অসাবধানতাবশত বোমার বিস্ফোরণ হয়। এতে ওই ঘরের টিনের চালা উড়ে যায়। এ সময় গুরুতর আহত হন মনির বয়াতী ও মো. ফিরোজ।
খবর পেয়ে লালমোহন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় মনির ও ফিরোজকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে বরিশাল নেওয়ার পথে বোরহানউদ্দিন উপজেলায় এলে মনির মারা যান। পরে আহত ফিরোজকে ঢাকায় পাঠিয়ে মনিরের মরদেহ পুলিশ লালমোহন থানায় নিয়ে যায়।
আজ মঙ্গলবার নিহত মনিরের মরদেহ ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্ত করতে নিয়ে আসা পুলিশ কনস্টেবল মো. জামাল হোসেন এ তথ্য জানান।
জামাল বলেন, ‘কীভাবে কী হয়েছে এ বিষয়ে আমি বিস্তারিত বলতে পারব না।’
এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
সাধারণ মানুষের অভিযোগ ধলীগৌরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বারের ভাই জাহাঙ্গীর। তিনি যুবলীগ করায় এরাকায় বেপারোয়া। স্থানীয় সংসদ সদস্য শাওনের কাছের লোক হওয়ায় তিনি সাধারণ মানুষের ওপর অত্যাচার করেন। তাঁর ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেন না।
সাধারণ মানুষের অভিযোগ করে জানায়, এর আগে বিভিন্ন হামলার সময় বোমা হামলার ঘটনায় জাহাঙ্গীর জড়িত। তিনি বোমা বানিয়ে দেন বলে অভিযোগ করেন ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. সালাউদ্দিন।
বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয় লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল আলম বলেন, ঘটনার পর পরই পুলিশ ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। নিহত মনিরের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত ফিরোজ ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।