রাবিতে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কৃষি অনুষদ ভবনের সিড়ি থেকে সেগুলো উদ্ধার করে চন্দ্রিমা থানা পুলিশ। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেগুলো নিষ্ক্রিয় করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কৃষি অনুষদ ভবনের সিড়িতে শিক্ষার্থীরা ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে প্রক্টরকে জানায়। পরে চন্দ্রিমা থানা পুলিশের সদস্যরা ও দুজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু, তারা বস্তু দুটি চিহ্নিত করতে না পারায় আরএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। রাত পৌনে ৯টার দিকে তারা এসে বস্তু দুটি নিষ্ক্রিয় করে।
এ বিষয়ে নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘তথ্যটি জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করি। কিন্তু, সেগুলো আসলে ককটেল কি না তা বুঝা যাচ্ছিল না। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।
জানতে চাইলে এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘খবরটি শুনে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই। পরে তারা সেগুলো উদ্ধার করে। তবে, কে বা কারা বস্তু দুটি সেখানে রেখেছে সেটা সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হবে।’