হরতাল-অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবে না : হানিফ
হরতাল-অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
আজ শুক্রবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন হানিফ। এ সময় আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপি হরতাল-অবরোধের নাম করে পেট্রোল দিয়ে বাসে ও ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে চলে গেছে। তারা এখন ভ্রান্ত রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। বিএনপির এই ভ্রান্ত রাজনীতি এটা তাদের জন্য খুব একটা সুফল বয়ে আনবে না, বরং আস্তে আস্তে তারা জনগণের কাছে আরও ধিক্কৃত হয়ে যাবে। জনগণ থেকে বিএনপি আরও দূরে ছিটকে যাবে।’
বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল অংশগ্রহণ না করায় নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না, এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলো সেটা বড় কথা নয়, নির্বাচনে সাধারণ জনগণের অংশগ্রহণটাই হচ্ছে মুখ্য। এবারের নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বতঃস্ফূর্ততা আছে। আমরা আশা করি, আগামী ৭ জানুয়ারি যে নির্বাচন হবে, এই নির্বাচনে বিপুল ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করবেন।’
বড় একটি দল নির্বাচনে না এলে নির্বাচন গ্রহণযোগ্যতা পায় না, টিআইবিএর এমন মন্তব্য প্রসঙ্গে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘গত কয়েকটি নির্বাচনে বিএনপির নির্বাচিত হওয়ার যে হার, তাতে বিএনপিকে খুব একটা বড় দল হিসেবে অভিহিত করা যায় না। সেদিক থেকে বিএনপি নির্বাচনে অংশ নিল কি, না নিল; সেটা নির্বাচনে খুব একটা বেশি প্রভাব বিস্তার করবে না।’
দেশব্যাপী বিএনপি ও সমমানা দলগুলোর হরতাল-অবরোধে নির্বাচন বাধাগ্রস্ত হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর হবে। নির্বাচন একেবারেই স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।’