বিএনএম প্রার্থীর বাাড়িতে ককটেল হামলা
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট (বিএনএম) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল মতিনের বাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। এ ছাড়া ওই প্রার্থীর বাড়ির পাশ থেকেই অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিনের চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ার বাড়িতে আজ শনিবার (২ ডিসেম্বর) রাতে এই হামলা চালানো হয়।
বিএনএম প্রার্থী আব্দুল মতিন জানান, রাত পৌনে ৮টার দিকে তার বাড়িতে দুর্বৃত্তরা ককটেল হামলা করে। বাড়ির সামনের দেয়ালে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার সময় তিনি নির্বাচনি কাজে বাড়ির বাইরে থাকা এই প্রার্থী খবর পেয়ে বাড়িতে ফিরে আসেন।
আব্দুল মতিন অভিযোগ করে বলেন, ‘আমার নির্বাচনি প্রচারণা ও কর্মকাণ্ডে বাধা দিতেই দুর্বৃত্তরা এই ককটেল হামলা চালিয়েছে।’
এদিকে, ককটেল হামলার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্চের পুলিশ সুপার (এসপি) ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাইদুল হাসান বলেন, ‘প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি পুলিশ দেখবে। আজকে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করতে পুলিশ করছে।’