খাগড়াছড়িতে ইউপিডিএফের চার নেতাকর্মী গুলিতে নিহত
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার নেতাকর্মী নিহত ও দুজনকে অপহরণের অভিযোগ উঠেছে। ইউপিডিএফের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।
গতকাল সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে পানছড়ির দুর্গম এলাকা লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় এ ঘটনা ঘটে। যদিও আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সূত্রটি বিষয়টি নিশ্চিত করেনি।
ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেন, গতরাত (সোমবার) পানছড়ির পুজগাংয়ের অনীলপাড়ায় সাংগঠনিক কাজে অবস্থানের সময় প্রতিপক্ষের হামলায় পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুনীল চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রহিনশা ত্রিপুরা নিহত হয়েছেন। এ সময় হামলাকারীরা দুজনকে অপহরণ করে নিয়ে যায়।
পানছড়ি উপজেলার প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা আজ গণমাধ্যমকে বলেন, ‘চারটি লাশ এখনও ঘটনাস্থলে পরে আছে। বিষয়টি পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছি।’ যদিও পানছড়ি থানার ওসি শফিউল আজমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।