সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের মরদেহ হস্থান্তর
যশোরের শার্শা উপজেলার বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের মরদেহ হস্থান্তর করা হয়েছে। আজ বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ।
আজ ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জামিল ও বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে নিহত সদস্য রইস উদ্দিনের মরদেহ গ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে গরু চোরাকারবারিদের ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েন বিএসএফের সদস্যরা। তখন বিজিবির সিপাহী রইস উদ্দিন তাদের সামনে গিয়ে ঘটনার বিষয়ে জানতে চান। একপর্যায়ে তারা বিজিবি সদস্য রইস উদ্দিনকে গুলি করে এবং আহত অবস্থায় নিয়ে গিয়ে ভারতের বনঁগাও হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বিজিবি গতকাল মঙ্গলবার বিএসএফকে চিঠি দিয়েছে। এতে মোহাম্মদ রইস উদ্দিন নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে বিজিবি।
আরও পড়ুন
সীমান্তে বিজিবি সদস্য হত্যায় জাতিসংঘের তদন্ত দাবি বিএনপির
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জামিল বলেন, ‘নিহত সদস্যের মরদেহ গ্রহণের পর প্রথমে ব্যাটালিয়নে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিজিবির অন্য সদস্যরা অশ্রুসিক্ত হন এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে সেখান থেকে হেলিকপ্টারযোগে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করতে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নেওয়া হবে।’