রাজধানীতে জাটকা সংরক্ষণ ও বিক্রির অপরাধে ২ লাখ টাকা জরিমানা
রাজধানীর যাত্রাবাড়ী মৎস্য আড়তে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা করেছেন। জাটকা সংরক্ষণ ও বিক্রির অপরাধে আজ শনিবার (২৭ জানুয়ারি) সকালে এই জরিমানা করেন আদালত। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০-এর সমন্বয়ে অভিযান চালানো হয়।
আজ শনিবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়কের পক্ষে র্যাব-১০ উপপরিচালক (অপ্স অফিসার) আমিনুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত আয়েশা এন্টারপ্রাইজকে নগদ দুই লাখ টাকা জরিমানা করে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই ভ্রাম্যমাণ আদালত আনুমানিক দুই লাখ ১৫ হাজার টাকার ৪৩৫ কেজি জাটকা ইলিশ জব্দ করে। পরে তা বিনামূল্যে বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় দান করা হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বিএম মোস্তফা জামাল উপস্থিত ছিলেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ী প্রতিষ্ঠানটি জাটকা ইলিশ সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করে আসছিল।