বেনাপোলে যাত্রীর পায়ুপথে মিলল স্বর্ণের বার
যশোরের বেনাপোল ইমিগ্রেশন-কাস্টমসে যাত্রীর পায়ুপথে মিলল ২৩৩ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার। আজ সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মেহেদী হাসান (২১) নামের স্বর্ণ পাচারকারীকে আটক করে শুল্ক গোয়েন্দা সদস্যরা। আটক মেহেদী হাসান কুমিল্লার চান্দিনা থানার জোয়াগ গ্রামে বাস করেন।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন খবরে জানা যায়, মেহেদী হাসান নামে পাসপোর্টধারী যাত্রী স্বর্ণের চালান নিয়ে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস হয়ে ভারতে যাবে। পরে শুল্ক গোয়েন্দার সদস্য রাসেদ আলী ও আফজাল হোসেনসহ একটি টিম সেখানে অভিযান চালায়। সেখান থেকে মেহেদী হাসানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী তার পায়ুপথে দুটি স্বর্ণের বার আছে বলে স্বীকার করেন। পরে স্বর্ণের বার দুটো উদ্ধার করা হয়। যার ওজন ২৩৩ গ্রাম।
বেনাপোল শুল্ক ও গোয়েন্দা শাখার সুপার কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মেহেদীকে পরে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হবে।