মুন্সীগঞ্জে চার ইটভাটাকে ৩২ লাখ টাকা জরিমানা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র না থাকায় চারটি ইটভাটাকে ৩২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত। আজ বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় জেলা পরিবেশ অধিদপ্তর এই অভিযানে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী।
ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করার সময় চারটি প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্র পাওয়া যায়নি। ফলে মেসার্স শামসুদ্দিন অ্যান্ড বাবলা ব্রিকসকে আট লাখ, ন্যাশনাল ব্রিকসকে সাত লাখ, মায়ের দোয়া ব্রিকসকে সাত লাখ ও মেসার্স মা ব্রিকস ম্যানুফ্যাকচারিংকে ১০ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়।
অভিযানের সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. আব্দুল্লাহ আল- মামুন, সহকারী পরিচালক মো. রেদওয়ান উল্লাহ, পরিদর্শক মো. মান্নান মিয়া, হিসাব রক্ষক মো. সোহেল রানাসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় মুন্সীগঞ্জ জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।