নিষিদ্ধ পপি বাগান ধ্বংস করল বিজিবি
বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী উমবাক্কপাড়া এলাকায় পাহাড়ের ঢালে চাষ করা ১১৫ একর নিষিদ্ধ পপি বাগান ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এই নিষিদ্ধ পপি বাগান ধ্বংস করা হয়।
বিজিবি জানায়, উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বগামুখপাড়া এলাকায় সীমান্তবর্তী উমবাক্কপাড়া পাহাড়ের ঢালুতে নিষিদ্ধ মাদকদ্রব্য পপি চাষ করে সশস্ত্র সন্ত্রাসীরা। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রুমা ব্যাটালিয়ন ওই এলাকায় অভিযান চালায়। পরে অবৈধভাবে চাষ করা ১১৫ একর নিষিদ্ধ পপি বাগান ধ্বংস করে দেয়। এ সময় বিজিবি সদস্যরা পপি বাগানটি আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলেন।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি রুমা ব্যাটালিয়নের ক্যাপ্টেন ওয়াজেদুল মাহমুদ আসিফ জানান, পাহাড়ে চাষ করা প্রায় ১১৫ একর জমির পপিগাছ, ফুল ও ফল স্থানীয়দের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা পপির পরিমাণ প্রায় তিন হাজার কেজির মতো। যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ২১ কোটি টাকার বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। দুর্গম পার্বত্য এলাকায় মাদক চোরাচালান নির্মূল ও দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ বিজিবির এ ধরনের মাদক নির্মূল অভিযান অব্যাহত থাকবে।