ভ্রাম্যমাণ আদালতের অভিযান
শেরপুরে তিন বেসরকারি হাসপাতাল-ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ
শেরপুর জেলা শহরে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ করে দেওয়া হয়েছে তিনিটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার। এ সময় জরিমানা করা হয়েছে দুটিতে। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই অভিযান চলে।
ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলা শহরের নারায়ণপুরে আবেদা-হাসিনা জেনারেল হাসপাতাল, সেন্ট্রাল ডায়াগনোস্টিক সেন্টার, ল্যাবএইড ডায়াগনোস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় এগুলো বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে। অন্যদিকে মহসিনিয়া ডায়াগনোস্টিক সেন্টার ও আবেদীন হাসপাতালের কাগজপত্রে অসঙ্গতি থাকায় প্রতিষ্ঠান দুটিকে পাঁচ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ নিয়ে গত তিন দিনে মোট ১১টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ ও জরিমানা করা হলো।
এ ব্যাপারে সিভিল সার্জন ড. অনুপম ভট্টাচার্য জানান, এ অভিযান চলবে।