গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের জমি দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/03/gopaalgnyj.jpg)
গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের জমি দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে ভুক্তভোগীসহ বিভিন্ন সংগঠন। মানববন্ধনে বক্তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।
আজ রোববার (৩ মার্চ) বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে দোষীদের শাস্তির দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ী, হিন্দু ছাত্র মহাজোটসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন বক্তারা। গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়াকান্দি এলাকার নিচুপাড়ার বিনয় হীরার ৯ শতাংশ জমি দখলের পাঁয়তারা করে আসছিল প্রতিবেশি শাজাহান কাজী, তার ছেলে আলম কাজীসহ তাদের লোকজন। গত ২৭ ফেব্রুয়ারি জমি দখল করার জন্য বিনয় হীরার ও তাঁর পরিবার এবং বিভিন্ন লোকজনের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০-১২ জন আহত হন।
এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে হিন্দু সম্প্রদায়ের লোকজন। এসময় দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার বিশ্বাস পল্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অসিত কুমার মল্লিক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস সবুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, দিলীপ কুমার সাহা দিপু, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক টিটো বৈদ্য প্রমুখ। এছাড়াও বক্তারা শনিবার রাতে মালিবাতা গ্রামের মন্দিরের পুরোহিত হাসিলতা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
মানববন্ধনের পর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।