কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/15/chandpur_fuhc_picture.jpg)
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৪ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। অন্যরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতদের স্বজনরা জানায়, আজ সকাল থেকে হঠাৎ কুকুরের কামড়ের শিকার হয় লোকজন। আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয় ফাহিম (৮), আয়ান (৯), মোস্তফা (৩৫), লামিয়া (১১), জোনায়েদ (১৮), কথা (১১), রাহুল (৮), সুজন (৭), আব্দুল আহাদ (৫), শ্রাবণী (২২), মোফাচ্ছের (৪০), আব্দুল কাদের (৩৮), সাফোয়ান (১৫), পান্না আক্তার (১৮)।
এরা সবাই পৌর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
কাছিয়াড়া এলাকার লোকজন জানায়, সকাল থেকেই কুকুরের কামড়ের খবরে তারা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। শিশুসহ অন্তত ২০ জনের বেশি মানুষ কুকুরের কামড়ের শিকার হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন জানান, আজ সকাল থেকে হঠাৎ করেই কুকুরের কামড়ে আহত রোগী আসা শুরু হয়। ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করেছে।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, সরকারিভাবে কুকুর নিধন বন্ধ রয়েছে। তবে পৌরসভায় কুকুরের কামরে আক্রান্তদের ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে।