তিন কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ আটক ২
যশোরে ৩২টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১৮ মার্চ) বেলা দেড়টায় উপশহর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
উদ্ধার করা স্বর্ণের ওজন তিন কেজি ৩৫৬ গ্রাম। যার মূল্য প্রায় চার কোটি টাকা বলে দাবি করেছে পুলিশ।
আটক দুই ব্যক্তি হলেন শার্শা উপজেলার শহিদুল ও সুমন।
অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, রমজান উপলক্ষে নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করছে জেলা পুলিশ। আজ দুপুরে উপশহর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্টে গাড়ি তল্লাশিকালে পুলিশ সদস্যরা ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে। এ সময় জিজ্ঞাসাবাদে দুই আরোহী শহিদুল ও সুমন গাড়িতে বিশেষ কায়দায় লুকানো স্বর্ণের তথ্য দেয়। পরে স্থানীয়দের উপস্থিতে ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন তিন কেজি ৩৫৬ গ্রাম। যার মূল্য প্রায় চার কোটি টাকা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।