ছাত্রদলনেতা জিসান জামিনে মুক্ত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/19/432270266_445013151199757_914531605856242989_n.jpg)
মমিনুল ইসলাম জিসান
ঢাকা বিশ্ব বিদ্যালয় শাখা ছাত্রদল সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক মমিনুল ইসলাম জিসান জামিনে মুক্তি পেয়েছেন। অস্ত্র মামলাসহ আরও পাঁচটি মামলায় সাত মাস কারাবন্দি থাকার মুক্তি পান তিনি।
জিসান নিজের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৩টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।